লাল কার্ড দেখলেন রোনালদো
তৃতীয়বারেরমত ফিফা বর্ষসেরা হওয়ার পরই রোনালদো ঘোষণা দিয়েছিলেন, চতুর্থ ব্যালন ডি’অরও জিততে চান। আর তার কোচ কার্লো আনচেলত্তি বলেছিলেন, এখনই প্রস্তুতি শুরু হয়ে গেছে তার প্রিয় শীর্ষের। কিন্তু এ কি! একের পর এক কীসব আজে-বাজে ঘটনার মুখোমুখি হচ্ছেন সি আর সেভেন!
দলের হার, নিজে গোল না পাওয়ার ঘটনা তো গেল। শেষ পর্যন্ত লাল কার্ডও দেখতে হলো তাকে! স্প্যানিশ লা লিগায় কর্ডোভার বিপক্ষে ম্যাচের আট মিনিট আগে লাল কার্ড দেখে মাঠ থেকে বহিস্কার হন তিনি। লাল কার্ড দেখার পর বেশ হতাশা আর ক্ষোভের সঙ্গে মাঠ ছাড়েন তিনি।
শুরু থেকেই কর্ডোভার জালে বল জড়ানোর চেষ্টা করছিলেন রোনালদো। কিন্তু পারেননি। চেষ্টা করলেও ৮২ মিনিট পর্যন্ত গোল করতে পারেননি তিনি। গোল না করতে পারার হতাশাতেই কিনা ৮২তম মিনিটে মেজাজ হারিয়ে চরম ভুল করে বসেন সিআর সেভেন। প্রতিপক্ষের ব্রাজিলের ডিফেন্ডার এদিমারকে লাথি মারা এবং এ নিয়ে বিবাধে জড়িয়ে পড়ার কারণে রেফারি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বহিস্কার করেন এবারের ফিফা ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলারকে।
মন্তব্য চালু নেই