লাঞ্ছিত সেই এমপিকে ‘পাগল’ বললেন আ.লীগ নেতা
লাঞ্ছিত সংসদ সদস্য (ফেনী-৩) হাজী রহিম উল্ল্যাহকে ‘পাগল’ বলে আখ্যায়িত করেছেন সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।
শুক্রবার দুপুর ১২টায় ফেনীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন এই আওয়ামী লীগ নেতা।
এমপি রহিম উল্যাহর দুর্নীতির ফিরিস্তি তুলে ধরে লিখিত বক্তব্যে রফিকুল ইসলাম বলেন, ‘তিনি সরকারি সব বরাদ্দ তার নিজের পছন্দের লোকদের মাঝে বিতরণ করেন। বিএনপি, জামায়াত-শিবির ও জল ডাকাতদের নিয়ে তিনি আওয়ামী লীগ নেতাদের ওপর হামলা করে বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করেছেন। তিনি প্রতিনিয়ত উপজেলা নির্বাহী কর্মকর্তা, মৎস, খাদ্য, প্রকল্প, কৃষি, প্রকৌশলী, জেলা নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন সরকারি কর্মকর্তাদের গালাগাল করেন।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জেডএম কামরুল আনাম, দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রহল আমীন প্রমুখ।
উল্লেখ্য, গত ১৫ নভেম্বর সন্ধ্যায় ফেনী সার্কিট হাউজে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপস্থিতিতে ছাত্রলীগ ও যুবলীগ নেতাদের হাতে লাঞ্ছিত এবং মারধরের শিকার হন এমপি রহিম উল্যাহ। ঘটনার পর রাতেই তিনি ঢাকায় চলে যান। এরপর গত ৯ ডিসেম্বর তিনি সোনাগাজী যাওয়ার পথে লালপুল ও সোনাগাজী জিরো পয়েন্টে আবারও তার গাড়ি বহরে হামলা করে ছাত্রলীগ।
মন্তব্য চালু নেই