লাখ টাকায় শিশু বিক্রি! আটক ৪

দুই দিন বয়সী একটি শিশু কেনাবেচার সময় হাতে নাতে গ্রেপ্তার করা হয়েছে চার অপরাধীকে। রাজধানীর শান্তিবাগ এলাকা থেকে চুরি করে শিশুটি বিক্রির সময়ে এদেরকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় নবজাতককে উদ্ধার করা হয়। শুক্রবার বিকালে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- সালমা বেগম (৩৩), সাইফুল ইসলাম (৩৪) আনোয়ারা বেগম (৪৬), বাবু (৩৫)।

র‌্যাবের গণমাধ্যম শাখার উপ-পরিচালক মেজর রুম্মন মাহমুদ বলেন, শুক্রবার বিকাল পাঁচটার সময় শান্তিবাগের চেয়ারম্যানবাড়ি এলাকার ১৩৭, মাশাল্লাহ ম্যানশন থেকে কেনা-বেচার সময় তাদেরকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত সালমা বেগম ২০১২-১৩ সালে ধানমন্ডির সিটি হাসপাতালে রিসিপসনিস্ট পদে কাজ করেন এবং তার স্বামী সাইফুল ইসলামের গুলিস্তানে একটি মোবাইলের ব্যাটারি চার্জারের দোকান রয়েছে।
আনোয়ারা বেগম বেকার এবং বাবু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে প্রাইভেট অ্যাম্বুলেন্সের চালক। মূলত বাবু ও আনোয়ারা বেগমই দালাল। তারা এক লাখ টাকা লেনদেনের সময় র‌্যাবের হাতে গ্রেপ্তার হন। তবে উদ্ধার হওয়া ওই নবজাতকটিকে কোথা থেকে সংগ্রহ করা হয়েছে তা জানা যায়নি।



মন্তব্য চালু নেই