লন্ডন গেলেন আশরাফ

লন্ডনের উদ্দেশে দেশ ছেড়েছেন জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম।

শুক্রবার সকাল ৯টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল বিমানবন্দর ত্যাগ করে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী সাজ্জাদ আলম শাহীন।

তিনি বলেন, সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী অসুস্থ। তাকে দেখতেই লন্ডনে গেলেন তিনি।

তবে সৈয়দ আশরাফ কত দিনের জন্য লন্ডন গেলেন, সে বিষয়ে বিশেষ কিছু বলতে চাননি সাজ্জাদ আলম শাহীন।

জানা গেছে, লন্ডনে যাওয়ার জন্য সৈয়দ আশরাফ এক মাসের আগাম ছুটি নিয়েছেন।

এদিকে দেশ ত্যাগের কারণে আওয়ামী লীগের বর্তমান কমিটির প্রথম সভাপতিমণ্ডলীর বৈঠকে থাকতে পারছেন না সদ্য সাবেক হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

গত ২২ ও ২৩ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের দুই দিনের সম্মেলন শেষে দলের সাধারণ সম্পাদকের পদ থেকে বিদায় নেন সৈয়দ আশরাফুল ইসলাম।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের সভাপতিমণ্ডলীর সদস্য পদে সৈয়দ আশরাফকে অন্তর্ভুক্ত করেন। আর দলের নতুন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেন ওবায়দুল কাদের।



মন্তব্য চালু নেই