‘লন্ডনে বসে শব্দবোমা ছুঁড়ে লাভ হবে না
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘লন্ডনে বসে শব্দবোমা ছুঁড়ে লাভ হবে না। ক্ষমতা থাকলে মাঠে এসে আন্দোলন করুন।’
বৃহস্পতিবার দুপুরে শ্রীপুরের রাজাবাড়ী বাজারে ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পারুলি নদীর ওপর সাড়ে ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন হতাশ। তাদের আস্ফালণ মুখ থুবড়ে পড়েছে। মাঠে নেতারাই নেই কর্মীরা আসবে কোথা থেকে।’
তিনি বলেন, ‘বাংলার মাটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অপমান সহ্য করা হবে না। এদেশের মানুষ বঙ্গবন্ধুর অপমানকারীদের দাঁতভাঙা জবাব দেবে।’
মন্ত্রী বলেন, ‘মানুষের শক্তি যত কমে আসে তার মুখের বিষ তত বেড়ে যায়। বিএনপি শক্তিহীন হয়ে তাদের মুখের বিষ ছড়াচ্ছে, যা ফরমালিনের চেয়েও ভয়াবহ। তাদের বক্তব্যে বিচলিত হওয়ার কিছু নেই।’
এ সময় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দলকে সুসংগঠিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট মো. রহমত আলী, উপজেলা চেয়ারম্যান আলহাজ আ. জলিল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদেকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ অ্যাডভোকেট সামসুল আলম প্রধান, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুলবুল প্রমুখ।
মন্তব্য চালু নেই