‘লতিফ সিদ্দিকীর মুক্তির দিন থেকেই হরতাল’

ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজতে ইসলামের সিনিয়র সহ-সভাপতি আবদুর রহিম কাসেমী বলেছেন, ‘লতিফ সিদ্দিকীকে কারাগার থেকে যেদিন মুক্তি দেওয়া হবে, সেদিন থেকেই সারা দেশে লাগাতার হরতাল কর্মসূচি পালন করা হবে।’

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আবদুল লতিফ সিদ্দিকীকে হাইকোর্ট থেকে জামিন দেওয়ার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় তিনি বুধবার দুপুরে এ কথা বলেন।

শহরের টিএ রোড থেকে দুপুর দেড়টায় বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় প্রেস ক্লাব চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

জেলা হেফাজতে ইসলামের সিনিয়র সহ-সভাপতি আবদুর রহিম কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা হেফাজতে ইসলামের নেতা মাওলানা রুমন হাবিবী, মুফতি আবদুল ওয়াহাব, মাওলানা আবদুল হক প্রমুখ।

আবদুর রহিম কাসেমী বলেন, ‘সরকার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য লতিফ সিদ্দিকীকে জামিন দিয়েছে। কিন্তু লতিফ সিদ্দিকীকে কারাগার থেকে যেদিন মুক্তি দেওয়া হবে, সেদিন থেকেই সারা দেশে লাগাতার হরতাল কর্মসূচি পালন করা হবে।’



মন্তব্য চালু নেই