লতিফ সিদ্দিকীর প্রতি জুতা নিক্ষেপ

‘লতিফ সিদ্দিকীর দুই গালে, জুতা মার তালে তালে’ এমন সব স্লোগানে মহানগর মূখ্য আদালত চত্ত্বর (সিএমএম কোর্ট) মুখরিত হয়ে উঠেছে। প্রিজন ভ্যানে নিয়ে যাওয়ার সময় তাকে উদ্দেশ করে বেশকিছু আইনজীবী জুতা নিক্ষেপ করে।

মঙ্গলবার দুপুরে সাবেক ও বহিষ্কৃত মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ঢাকা মহানগর মূখ্য আদালতে আত্মসমপর্ণ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এসময় আদালতে উপস্থিত আইনজীবীরা ‘লতিফ সিদ্দিকীর দুই গালে, জুতা মার তালে তালে’ এমন নানা স্লোগানে লতিফ সিদ্দিকীর প্রতি নিন্দা ও ঘৃণা জানান। লতিফ সিদ্দিকীকে উদ্দেশ করে এসময় বেশ কিছু আইনজীবী জুতা ও থু থু নিক্ষেপ করতেও দেখা যায়।

প্রসঙ্গত, নিউইয়র্কের একটি অনুষ্ঠানে ইসলাম ধর্ম, হজ, হযরত মোহাম্মাদ সা. কে নিয়ে কটূক্তি করেন লতিফ সিদ্দিকী। এর পর থেকেই দেশের বিভিন্ন আদালতে কয়েক ডজন মামলা হয় তার বিরুদ্ধে। ২২টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পরোয়ানা মাথায় নিয়েই রোববার রাতে কোলকাতা থেকে ঢাকায় আসেন তিনি। এর পর থেকেই তাকে গ্রেপ্তারের দাবিতে ইসলামী দলসহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো বিক্ষোভ ও হরতালের ডাক দেয়।



মন্তব্য চালু নেই