‘লতিফ মোসলমানদের অনুভূতিতে আঘাত করেছেন’

‘হজ ও তাবলীগ জামাতকে নিয়ে নেতিবাচক মন্তব্য করে সরকারের মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী দেড়শ কোটি মোসলমানের প্রাণের স্পন্দন ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন’ বলে মনে করে বিএনপি।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

রিজভী বলেন, ‘এমন মন্তব্য আওয়ামী লীগ সরকারের সামগ্রিক মনোভাবের বহিঃপ্রকাশ। তিনি ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ (সা:) এর প্রতি অবজ্ঞা করেছেন। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

রোববার নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের এক সংবর্ধনা অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেছেন, ‘তিনি হজ আর তাবলিগ জামাতের ঘোরতর বিরোধী।’

রিজভী বলেন, ‘নির্বাচন এলেই আওয়ামী লীগ সভা নেত্রী শেখ হাসিনা হাতে তসবীহ আর গায়ে বোরকা জড়ান। এগুলো মেকি, ভোটের জন্য জনগণের সঙ্গে অভিনয়। সারা দেশে ঘটে যাওয়া সকল খুনের পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী নিজেই। তাই কোনো গুম, খুনের বিচার হচ্ছে না।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পিতার মতো ক্ষমতার আরাম ভুলতে পারছে না বলে বেগম জিয়ার সংলাপের আহ্বান ও মধ্যবর্তী নির্বাচনের দাবি নাকচ করে দিয়েছেন বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী।’

তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের আহ্বানে সাড়া না দিলে পরিণতি যা ঘটার তাই ঘটবে। এর পরিণতি ভালো হবে না। জনগণের ইচ্ছার মূল্যায়ন না করে অতীতেও কোনো দখলবাজ সরকার টিকে থাকতে পারেনি। এরাও পারবে না।’

তিনি আরো বলেন, ‘হাসিনার অধীনে নির্বাচন হবে তার ড্রয়িং রুমের নির্বাচন।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ বুলু, মো. শাহজাহান, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।



মন্তব্য চালু নেই