লতিফের আসনে আ.লীগের মনোনয়ন সংগ্রহ বৃহষ্পতি ও শুক্রবার

দলীয় সব পদসহ মন্ত্রীত্ব হারানো আওয়ামী লীগের সাবেক নেতা আবদুল লতিফ সিদ্দিকীর শূন্য আসনে (টাঙ্গাইল-৪) উপ-নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ শুরু হচ্ছে ১ অক্টোবর। পরদিন ২ অক্টোবর পর্যন্ত চলবে মনোনয়ন সংগ্রহের কাজ।

দুদিনই বেলা ১১টায় মনোনয়ন সংগ্রহ শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত।

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় এ মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করতে হবে।

বুধবার দুপুরে আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে আগামী ৩ অক্টোবর দলীয় মনোনয়নের আবেদনপত্র জমা দেয়ার জন্য অনুরোধ করা হয়। আর এই মনোনয়নের আবেদনপত্র সংগ্রহে নির্ধারিত ফি বাবদ নগদ ২৫ হাজার টাকা জমা দিতে হবে।

গতবছর নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে হজ, নবী মোহাম্মদ (সা.), তাবলিগ জামাত ও প্রধানমন্ত্রীর ছেলেকে নিয়ে বিতর্কিত নিয়ে মন্তব্য করে মন্ত্রিত্ব ও আওয়ামী লীগের সদস্যপদ হারান লতিফ সিদ্দিকী। এরপর তার সংসদ সদস্য পদ থাকা-না থাকা নিয়ে বহু নাটকীয়তার পর ১ সেপ্টেম্বর সংসদ অধিবেশনে যোগ দিয়ে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এই পদত্যাগপত্র গৃহীত হলে শূন্য হয়ে যায় টাঙ্গাইল-৪ আসনটি। এই আসনে আগামী ২৮ অক্টোবর উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।



মন্তব্য চালু নেই