লটারিতে ৩০ লাখ পাওয়ার লোভে ‘বিকাশে’ ৩০ হাজার টাকা দিলো ভদ্রলোক, তারপর একি হলো
ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা সদরে গতকাল বৃহস্পতিবার রাতে। কলেজছাত্রীর মুঠোফোনে হঠাৎ একটি নম্বর থেকে ফোন আসে। বলা হয়, আপনি লটারিতে ৩০ লাখ টাকা জিতেছেন।
এই টাকা পেতে হলে আপনাকে ৩০ হাজার টাকা বিকাশ করতে হবে। ওই টাকা বিকাশ করে প্রতারিত কলেজছাত্রী (১৭) এখন পুলিশ হেফাজতে। কলেজছাত্রীর বাড়ি তাড়াশের তালম ইউনিয়নে। সে একটি কলেজের একাদশ শ্রেণিতে পড়ে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর রহমান জানান, একটি প্রতারক চক্র ওই কলেজছাত্রীর নম্বরে ফোন দিয়ে ৩০ লাখ টাকা লটারিতে পেয়েছে বলে লোভ দেখায়। আর টাকা পেতে হলে তাকে ৩০ হাজার টাকা বিকাশ করতে বলা হয়।
লোভে পড়ে ওই কলেজছাত্রী একটি দোকানে গিয়ে একটি মুঠোফোন নম্বরে বিকাশের মাধ্যমে ৩০ হাজার টাকা পাঠিয়ে দেয়। টাকা পাঠানোর পর ওই নম্বরে কল করে বন্ধ পায় মেয়েটি। বুঝতে পারে সে প্রতারণার শিকার হয়েছে। বিপদ বুঝতে পেরে কলেজছাত্রী দোকান মালিককে টাকা না দিয়ে পালানোর চেষ্টা করে। দোকানের লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
ওসি আরো জানান, প্রতারক চক্রটির নম্বর ট্র্যাক করে অবস্থান শনাক্ত করা হয়েছে। তাদের আটকের চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে, কলেজছাত্রীর পরিবার বিষয়টি সমঝোতার চেষ্টা করছে। সমঝোতা না হলে মামলা হবে বলে জানান তিনি।
মন্তব্য চালু নেই