এটি মূলত সেনাবাহিনীর স্নাইপারদের জন্য তৈরি করা হয়েছে। নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে গুলির সঙ্গে রিয়েলটাইম গাইডেন্স সিস্টেমের সমন্বয়ের মাধ্যমে এটি তৈরি করা হয়েছে। লক্ষ্যবস্তুতে আঘাত হানার পথে কোনো অনাকাঙ্ক্ষিত বস্তু এলে এটি নিজেই গতিপথ পরিবর্তন করবে।
ডারপা এক বিবৃতিতে জানিয়েছে, বর্তমান প্রযুক্তি ব্যবহার করে বৈরী পরিবেশে অর্থাৎ প্রচণ্ড বাতাস ও ধুলিঝড়ে কোনো চলন্ত লক্ষ্যবস্তুকে সঠিকভাবে আঘাত হানা রীতিমতো চ্যালেঞ্জিং। নির্ভুল ও দ্রুত লক্ষ্যবস্তুতে আঘাত হানা স্নাইপারদের জন্য আসলে জটিল। কারণ লক্ষ্যবস্তুতে ঠিকমতো আঘাত করতে না পারলে পুরো ট্রুপের নিরাপত্ত ঝুঁকিতে পড়বে। একইসঙ্গে এটি তাদের উপস্থিতি ও সম্ভাব্য অবস্থান শত্রুদের জানিয়ে দেবে।
এ বুলেট স্নাইপারদের নির্ভুলতা ও কার্যকারিতা বাড়িয়ে ট্রুপের নিরাপত্তা নিশ্চিত করবে। আর এ প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে রাইফেলের নির্ভুলতার বৈপ্লবিক পরিবর্তন ও স্বল্প পাল্লার বুলেটকে নিয়ন্ত্রণ।
মন্তব্য চালু নেই