লক্ষ্মীপুরে সেই অস্ত্রধারী মাটি টিপু গ্রেফতার
লক্ষ্মীপুরের শীর্ষ সন্ত্রাসী জিসান বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হুমায়ুন কবির টিপু ওরফে মাটি টিপুকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
শুক্রবার সন্ধ্যার আগে তার নিজ গ্রাম শেখপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই আবুল বাসারের নেতৃত্বে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের শেখপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে একই গ্রামের নুর মোহাম্মদের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, চলতি বছরের ৩১ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনের দিন বিএনপি প্রার্থীর পক্ষে চন্দ্রগঞ্জের কফিল উদ্দিন ডিগ্রি কলেজ ভোট কেন্দ্রে মাটি টিপুর নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালায়। ওই সময় ভোট কেন্দ্র লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলি বর্ষণ এবং সশস্ত্র মহড়ার কয়েকটি ছবি জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়।
এ ছাড়া তার বিরুদ্ধে সরকারি গাছ লুট, অস্ত্র ও বিস্ফোরকসহ লক্ষ্মীপুর থানায় একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
ডিবি পুলিশের এসআই আবুল বাসার গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে করেন।
মন্তব্য চালু নেই