লক্ষ্মীপুরের শীর্ষ সন্ত্রাসী অস্ত্রসহ চাটখিল থানায় আটক
নোয়াখালীর চাটখিল উপজেলার রামনারায়নপুর ইউনিয়নে অভিযান চালিয়ে অস্ত্রসহ লক্ষ্মীপুরের শীর্ষ সন্ত্রাসী তারেক আজিজকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি এলজি উদ্ধারের পর জব্ধ করা হয়েছে।
রোববার দিনাগত রাত সাড়ে ১২টার দিকে ইউনিয়নের রোহিতখালি গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত আবদুল আজিজ তারেক প্রকাশ তারেক আজিজ (২২) লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জের চাঁদপুর গ্রামের দুলাল হোসেনের ছেলে।
সে লক্ষ্মীপুরের সন্ত্রাসী মুন্সি বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড বলে জানিয়েছে পুলিশ। চাটখিল থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদ হোসেন জানান, রাতে রোহিতখালি এলাকায় টহল পুলিশের গাড়ী দেখে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে সন্ত্রাসী তারেক আজিজকে আটক করা হয়।
এসময় তার দেহে তল্লাশী চালিয়ে একটি এলজি উদ্ধার করা হয়। আটককৃত সন্ত্রাসী তারেকের বিরুদ্ধে চাটখিল থানায় পূর্বের কোন মামলা নেই। তবে লক্ষ্মীপুর সদর থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে তার বিরুদ্ধে একটি মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
মন্তব্য চালু নেই