পাত্তা দিলেন না আমু

র‍্যাব বিলুপ্তিতে প্রধানমন্ত্রীকে চিঠি হিউম্যান রাইটস ওয়াচের

র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নকে (র‍্যাব) বিলুপ্ত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

সোমবার প্রধানমন্ত্রীকে দেয়া এক চিঠিতে নিউইয়র্ক ভিত্তিক এই সংগঠনটির পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, যত দিন না ভেঙে দেয়া যায় সে পর্যন্ত বাহিনীটি থেকে সব সামরিক কর্মকর্তা ও সেনাকে সরিয়ে পুরোপুরি বেসামরিক বাহিনীতে পরিণত করতে হবে।

সংগঠনটির ওয়েবসাইটে এ সংক্রান্ত বিবৃতি প্রকাশ করা হয়েছে।

## এইচআরডব্লিউ’র চিঠির পাত্তা দিলেন না আমু :
র‌্যাব বিলুপ্ত করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীকে দেয়া হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) চিঠির কোনো পাত্তাই দিলেন না শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু।
তিনি বলেছেন, ‘কারো চিঠির ওপর ভিত্তি করে সিদ্ধান্ত হয় না। ওরা কী বললো না বললো তাতে আমাদের কিছু যায় আসে না। আমাদের বিষয় আমরা বুঝব। কোনো চিঠির ওপর ভরসা করে নয়।’
সোমবার দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।



মন্তব্য চালু নেই