র‌্যাবকে আরো শক্তিশালী করা হবে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

র‌্যাব বড় বড় সন্ত্রাসীদের সঙ্গে টেক্কা দেয় জানিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, র‌্যাবকে আধুনিক বাহিনী হিসেবে আরো শক্তিশালী করা হবে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে ‘পুলিশ অ্যাসোসিয়েশন’ আয়োজিত ‘পুলিশ সপ্তাহ ২০১৫’ উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘তাদের (র‌্যাব) চাহিদা মোতাবেক সবকিছু করা হবে। যে যাই বলুক, তাদের কারণেই বড় সব সন্ত্রাসী কর্মকাণ্ড দেশে ঘটছে না। এ বাহিনীর সুনাম আরো বৃদ্ধির জন্য কাজ করা হবে। সে ব্যাপারে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা রয়েছে।’

এ সময় তিনি বলেন, ‘র‌্যাবের নাম শুনলে সন্ত্রাসীরা ভয় পায়। তাই র‌্যাবকে কীভাবে আরো বেশি শক্তিশালী করা যায় তা গুরুত্বের সঙ্গে ভাবা হচ্ছে। র‌্যাবকে বিলুপ্ত নয়, এ বাহিনীকে আধুনিক একটি বাহিনীতে পরিণত করা হবে।’

আসাদুজ্জামান খান বলেন, ‘সাম্প্রতিক সময়ে জঙ্গি ও নাশকতা দমনে র‌্যাবের পাশাপাশি পুলিশের ভূমিকা প্রশংসনীয়। চলতি হরতাল-অবরোধে পুলিশ বাহিনীর ১৩ জন সদস্য নিহত হয়েছেন। তাদের এ অবদান একটি বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ। তারা দেশপ্রেম ও পেশাদারিত্বের খাতিরে জীবন দিয়েছেন। প্রধানমন্ত্রীর সেই কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন পুলিশের পেছনে টাকা খরচ নয় বরং এই টাকা বিনিয়োগ করা হয়।’

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘দেশে সাইবার ক্রাইমের ওপর একটি বিশেষ শাখা গঠন করা হবে। নারী পুলিশের একটি আলাদা ব্যারাকও তৈরি করা হবে। যেসব এলাকায় গাড়ি ও জনবল সংকট তা শিগগিরই পূরণ করা হবে। এ ছাড়া পুলিশ হাসপাতালটি আরো যন্ত্রপাতি দিয়ে কীভাবে আধুনিক করা যায় তাও ভাবা হচ্ছে।’

এর আগে সারাদেশের উচ্চ পদস্থ পুলিশ কর্মকর্তাদের নিয়ে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় আইজিপি, অতিরিক্ত আইজিপি, ডিআইজি, র‌্যাবের ডিজি, এডিশনাল ডিআিইজি, কমিশনাররা, উপপুলিশ কমিশনার, পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই