র‌্যাংকিংয়ে সাকিবের অবনতি

বিশ্বকাপের আগে আইসিসির বোলিং র‌্যাংকিংয়ে ষষ্ঠ স্থানে ছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। বিশ্বকাপ শেষে কয়েক ধাপ নিচের দিকে নামলেন তিনি। বর্তমানে দশ নম্বরে রয়েছেন বাংলাদেশের সেরা এই ক্রিকেটার। সদ্য প্রকাশিত আইসিসি র‌্যাংকিং সেটাই বলছে। তার রেটিং পয়েন্ট ৬৫৯।

এই তালিকায় বিশ্বের এক নম্বর বোলারের জায়গাটা দখল করেছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড় অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। ৮ ম্যাচ খেলে ২২ উইকেট শিকার করেন তিনি। তার রেটিং পয়েন্ট (৭৮৩)। এক ম্যাচ বেশি খেলে সমানসংখ্যক উইকেট লাভ করেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট। এই কিউই বোলারের অবস্থান ষষ্ঠ। বোলিং র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছেন ইমরান তাহির (৭৩৪)। ৮ ম্যাচে ১৫ উইকেট শিকার করেন প্রোটিয়া এই স্পিনার।

এদিকে অবৈধ বোলিংয়ের দোষে দুষ্ট পাকিস্তানের স্পিনার সাঈদ আজমল এবারের বিশ্বকাপ খেলতে পারেননি। তবুও বোলিং র‌্যাংকিংয়ে তার অবস্থান তৃতীয় (৭১৮)। চতুর্থ স্থানে অবস্থান করছেন ডেল স্টেইন। তার রেটিং পয়েন্ট ৭১৭। পঞ্চম স্থানে থাকা ক্যারিবিয়ান স্পিনার সুনীল নারিনের ভা-ারে জমা পড়েছে ৭০৯ পয়েন্ট।

আইসিসি র‌্যাংকিংয়ে শীর্ষ দশ বোলারের তালিকা :

১. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া) ৭৮৩

২. ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা) ৭৩৪

৩. সাঈদ আজমল (পাকিস্তান) ৭১৮

৪. ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা) ৭১৭

৫. সুনীল নারিন (ওয়েস্ট ইন্ডিজ) ৭০৯

৬. ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড) ৬৯৩

৬. মিচেল জনসন (অস্ট্রেলিয়া) ৬৯৩

৮. জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড) ৬৭০

৯. মরনে মরকেল (দক্ষিণ আফ্রিকা) ৬৬৬

১০. সাকিব আল হাসান (বাংলাদেশ) ৬৫৯



মন্তব্য চালু নেই