এগুলেন ২৫ ধাপ

র‌্যাংকিংয়েও হইচই ফেলে দিলেন মুস্তাফিজ

ঘরের মাঠে টানা দ্বিতীয়বারের মতো জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এই কৃতিত্বের সুবাদে আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে বেশ উন্নতি করেছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সবচেয়ে বেশি হইচই ফেলে দিয়েছেন তরুণ পেস সেনসেশন, কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। বেড়েছে বাংলাদেশ দলের রেটিং পয়েন্টও।

সর্বশেষ প্রকাশিত আইসিসি র‌্যাংকিংয়ে সবচাইতে বেশি উন্নতি ঘটেছে ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমানের। তিন ম্যাচে ৮ উইকেট সংগ্রহ করার কারণে ওডিআই বোলারদের র‌্যাংকিংয়ে এক লাফে ২৫ ধাপ এগিয়েছেন এই বাঁ-হাতি পেসার। ৫০২ পয়েন্ট নিয়ে বোলারদের র‌্যাংকিংয়ে মুস্তাফিজের অবস্থান এখন ৪১তম।

৬৬তম অবস্থানে থেকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরু করেছিলেন সাতক্ষীরা এক্সপ্রেস। জিম্বাবুয়ে সিরিজের প্রথম ম্যাচে উইকেট না পেলেও পরের দুই ম্যাচে যথাক্রমে ৩ ও ৫ উইকেট নেন মুস্তাফিজ। সেটিরই প্রতিফলন পড়েছে র‌্যাঙ্কিংয়ে।

শুধু মুস্তাফিজই নয়, দারুন বোলিং করায় উন্নতি হয়েছে আরাফাত সানিরও। এক লাফে ১৩ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৩৯তম অবস্থানে রয়েছেন তিনি। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তার আগের অবস্থান ধরে রেখেছেন। তিনি আছেন ১৯তম স্থানে। এছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ ব্যাটিংয়ের ফলস্বরূপ ব্যাটসম্যানদের র‌্যাংকিয়ে ১৬ধাপ এগিয়েছেন ওপেনার ইমরুল কায়েস।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট পেয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে কন্যা সন্তানের মুখ দেখতে যুক্তরাষ্ট্রে চলে যাওয়ায় শেষ দুই ওয়ানডে খেলা হয়নি তার। ফলে একধাপ নিচে নেমে গেছেন সাকিব। ৬৯৯ পয়েন্ট নিয়ে বোলারদের র‌্যাংকিংয়ে এখন তার অবস্থান চতুর্থ। তৃতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টের চাইতে ছয় পয়েন্ট পিছিয়ে আছেন তিনি।

মুস্তাফিজ-আরাফাত সানির পাশাপাশি বোলারদের র‌্যাংকিংয়ে উন্নতি ঘটেছে নাসির হোসেনেরও। ৫২তম পজিশন নিয়ে সিরিজ শুরু করেছিলেন আরাফাত। সিরিজ শেষে ১৩ ধাপ এগিয়ে তার অবস্থান এখন ৩৯তম। বাংলাদেশের আরেক বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাকের চাইতে এখন মাত্র একধাপ পিছিয়ে আছেন তিনি। ১৬ ধাপ এগিয়ে নাসির হোসেনের বর্তমান অবস্থান ৭৯তম।

ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে সবচেয়ে বেশি উন্নতি ঘটেছে ওয়ানডেতে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা ইমরুল কায়েসের। ১৬ ধাপ এগিয়ে এখন তার অবস্থান ৯৮তম। পাঁজরের চোট পাওয়াতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলা হয়নি আক্রমণাত্মক ব্যাটসম্যান সৌম্য সরকারের। তবে একধাপ এগিয়ে উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমের সঙ্গে যৌথভাবে ১৭তম স্থানে রয়েছেন তিনি।

তবে আইসিসির ওয়ানডের ব্যাটিং র‌্যাংকিংয়ে শীর্ষ দশে কোনও পরিবর্তন হয়নি। ৯০০ পয়েন্ট নিয়ে ব্যাটসম্যানদের শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। ৯৬পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন ভারতের বিরাট কোহলি।

অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে নিজের শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান। ছয় ধাপ এগিয়ে নাসির হোসেন এখন ১৪তম অবস্থানে রয়েছেন।



মন্তব্য চালু নেই