র‌্যাংকিংয়েই চোখ বাংলাদেশের

আগামী বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে বাংলাদেশ! প্রশ্নটার উত্তর জানতে আরও অনেক অপেক্ষা করতে হবে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদেরকে। ২০১৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত আইসিসির র‌্যাংকিং ধরে স্বাগতিক ইংল্যান্ড এবং শীর্ষ ৭টি দেশ সরাসরি খেলবে বিশ্বকাপ। বাকি দুটি স্থান পূরণ করা হবে বাছাই পর্ব থেকে। অথ্যাৎ, শীর্ষ আটটি দেশ সরাসরি খেলবে বিশ্বকাপে। বাংলাদেশ এখন রয়েছে ৯ নম্বরে। আগামী দুই বছরে শীর্ষ আটে না আসতে পারলে খেলতে হবে বাছাই পর্ব।

এ কারণেই মূলত র‌্যাংকিংয়ে চোখ দিতে হচ্ছে বাংলাদেশকে। তার আগে পাকিস্তানের বিপক্ষে এই সিরিজে আইসিসি র‌্যাংকিংয়ে অবস্থানের কোন নড়চড় না হলেও মূল্যবান রেটিং পয়েন্ট এগিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ বাংলাদেশের সামনে। আজহার আলিদের ইতিমধ্যে ২ ম্যাচ হারিয়ে বাংলাদেশের অর্জণ হয়ে গেছে মূল্যবান তিনটি পয়েন্ট। সিরিজের শেষ ম্যাচে হারিয়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে পারলে অর্জিত হবে আরও দুটি পয়েন্ট।

বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে মাশরাফির টিম বাংলাদেশ। সিরিজ আগেই নিশ্চিত হয়ে গেছে। তাই বলে কোন রিলাক্স ভাব নেই বাংলাদেশ সিরিজে। পাকিস্তানকে প্রথমবারেরমত হোয়াইটওয়াশ করার সুবর্ণ সুযোগ। এই সুযোগ নিতেই মরিয়া টাইগার শিবির। মঙ্গলবার মিরপুরে মাশরাফিদের অনুশীলনে সেই সিরিয়াস ভাবটাই পরিলক্ষিত হয়েছে।

ম্যাচের আগেরদিন বলে মিডিয়ার সামনে কথা বলতে হবে- এ ভাবনা থেকেই হয়তো টিম ম্যানেজমেন্ট মিডিয়ার সামনে পাঠালেন বাংলাদেশ দলের সহকারী এবং স্পিন বোলিং কোচ রুয়ান কালপাগেকে। লংকান এই কোচ মিডিয়ার সামনে এসে যা বললেন, তার সারমর্মই হচ্ছে, ‘সিরিজ জয় নিশ্চিত হয়ে গেছে। এটা অবশ্যই আমাদের জন্য অনেক বড় পাওনা। তবে এখন আমাদের একমাত্র লক্ষ্য, র‌্যাংকিং। পাকিস্তানকে শেষ ম্যাচে হারাতে পারলে র‌্যাংকিংয়ের অবস্থানে হয়তো কোন নড়চড় হবে না। কিন্তু আরও ২টি গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্জিত হবে আমাদের। যা পরবর্তীতে বাংলাদেশের র‌্যাংকিংয়ে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক বড় ভুমিকা রাখবে।’

পাকিস্তানকে প্রথম দুই ম্যাচ হারানোর ফলে আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ে ৭৬ থেকে বাংলাদেশের রেটিং পয়েন্ট উন্নীত হয়েছে ৭৯-তে। আর পাকিস্তানের ৯৫ থেকে কমে দাঁড়িয়েছে ৯৩তে। শেষ ম্যাচেও যদি পাকিস্তানকে হারানো যায়, তাহলে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ৮১। পাকিস্তানের পয়েন্ট কমে যাবে আরও এক। অথ্যাৎ, তাদের পয়েন্ট হবে ৯২।

সে ক্ষেত্রে অবস্থানেও পরিবর্তণ ঘটবে। সপ্তম স্থান থেকে পাকিস্তান নেমে যাবে অষ্টম স্থানে। ওয়েস্ট ইন্ডিজ উঠে যাবে সপ্তম স্থানে। কারণ, দুই দলের পয়েন্ট সমান হলেও ভগ্নাংশের হিসেবে পাকিস্তান ০.১৩ পয়েন্ট পিছিয়ে থাকবে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে। আর যদি শেষ ম্যাচে বাংলাদেশকে হারায় পাকিস্তান, তাহলে তাদের রেটিং পয়েন্ট আগের ৯৫তে গিয়েই স্থির হবে।

র‌্যাংকিংয়ে রেটিং পয়েন্টের এই সমীকরনের দিকটাই সামনে নিয়ে আসলেন আজ বাংলাদেশের বোলিং কোচ রুয়ান কালপাগে। রেটিং পয়েন্ট বাড়ানোই এখন তাদের একমাত্র লক্ষ্য।



মন্তব্য চালু নেই