অলরাউন্ড পারফরম্যান্স চান আফ্রিদি

ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, বাংলাদেশের বিপক্ষে সাফল্য পেতে এই তিন বিভাগেই সতীর্থদের দায়িত্ব নিয়ে খেলার আহ্বান জানিয়েছেন শাহিদ আফ্রিদি।

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টি২০ ম্যাচটি খেলতে দেশ ছাড়ার আগে পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউনকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির টি২০ দলের অধিনায়ক আরও জানান, সাফল্য পাওয়ার জন্য জুটি গড়ে লড়াই করাটাও গুরুত্বপূর্ণ।

রেকর্ড ৭৭টি টি২০ খেলা আফ্রিদি জানান, তার দলের ব্যাটসম্যানদের দায়িত্ব নিয়ে এবং জুটি গড়ে খেলতে হবে। আফ্রিদির মতে, জুটি মানেই একশো কিংবা তার বেশি রান নয়। সবাই ঠিকঠাক অবদান রাখলে ৪০ বা ৫০ রানের জুটিও দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে পারে।

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে হওয়া বিশ্বকাপে বল হাতে বিশেষ কিছু করতে পারেননি আফ্রিদি। সেই ব্যর্থতা ঘোচাতে বাংলাদেশ সফরের জন্য বোলিং নিয়ে কঠোর পরিশ্রম করার কথাও জানান তিনি।



মন্তব্য চালু নেই