রৌমারীতে রোটা ভাইরাসে আরেক শিশুর মৃত্যু
কুড়িগ্রামের রৌমারীতে রোটা ভাইরাসে আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু ঘটেছে। হিমা আক্তার নামের এক বছরের শিশুর মৃত্যু ঘটে গতকাল মঙ্গলবার ভোর রাতে। এ নিয়ে গত ৭দিনে রোটা ভাইরাসে দুই শিশুর মৃত্যু ঘটল। নিহত শিশুটি উপজেলার সীমান্ত ঘেষা নওদাপাড়া গ্রামের দিনমজুর হযরত আলীর সন্তান বলে জানা গেছে।
নিহত শিশুর পিতা হযরত আলী জানান, গতকাল সোমবার দুপুরের দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সুস্থ্য অবস্থায় বাড়িতে নিয়ে যায়। এর আগে দুইদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিল। ওই দিন চিকিৎসকরা তাকে স্স্থ্যু ঘোষনা করে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়। রাতে আবারো শিশুর ডায়রিয়া দেখা দেয়। কিন্তু বাড়ি থেকে হাসপাতাল দূর হওয়ায় তা নেওয়া সম্ভব হয়নি চিকিৎসকের কাছে। ভোররাতে রাতে মারা যায় শিশুটি।
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. শাহজাহান কবীর রোটা ভাইরাসে আক্রান্ত শিশুর মৃত্যুর কথা স্বীকার করে বলেন, ‘আগের চেয়ে শিশু ডায়রিয়া বা রোটা ভাইরাসে আক্রান্তের সংখ্যা অনেক কমে গেছে। তবে প্রায়ই দিনই দু’একজন করে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এসময় শিশুদের মাঝে ডায়রিয়া দেখা দেওয়া স্বাভাবিক ঘটনা।
মন্তব্য চালু নেই