রোহিত ম্যাচ ছিনতাই করেছে: মাশরাফি

শুরুটা দুর্দান্ত হলেও শেষ ৬ ওভারে হঠাৎই যেনো খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। ১৪ ওভারে ৯০ রানে ৩ উইকেট হারানো ভারতীয় ব্যাটিং লাইনআপ নিমেষেই দানবীয় মূর্তি ধারণ করে। তাই তো শেষ ৬ ওভারে স্কোর বোর্ডে আরও ৭৬ রান!

তবে ভারতীয় ব্যাটিং লাইনআপ নয়, রোহিত শর্মার ব্যাটিংকেই বড় করে দেখছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এ প্রসঙ্গে তিনি বলেন, ১৪ ওভার পর্যন্ত আমরা ম্যাচে ছিলাম। কিন্তু এরপরই রোহিত আমাদের কাছ থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।

১১তম ওভারে তাসকিনের বলে পয়েন্টে রোহিত শর্মার ক্যাচ সাকিব ফেলে দিয়ে চূড়ান্ত বিপর্যয় ঘটান। প্রতিদানও দিতে সময় নেননি রোহিত। শেষ তিন বলে এক ছয় দুই চারে টাইগার ভক্তদের হতাশ করেন তিনি। ২১ রানে জীবন ফিরে পাওয়া রোহিতের ইনিংস থামে ৮৩ রানে।

পাশাপাশি, দীর্ঘ দিন ধরে বাংলাদেশ ক্রিকেটকে সমর্থন দিয়ে যাওয়া সমর্থকদের স্মরণ করতে ভুল করেননি মাশরাফি। তিনি বলেন, ১৫ বছর ধরে ক্রিকেটের মধ্যে আছি। সব সময়ই দর্শকরা আমাদের সমর্থন দিয়ে গেছে।



মন্তব্য চালু নেই