রোহিঙ্গারা বাংলাদেশে ভালোই আছে : জাতিসংঘের দূত
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াংহি লি বলেছেন, মিয়ানমার থেকে আসা রোহিঙ্গারা বাংলাদেশে ভালোই আছে। তিনি আগামী ২ সপ্তাহের মধ্যে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে পরিদর্শনের ওপর একটি প্রতিবেদন জমা দেবেন বলে জানান। উখিয়া কুতুপালং শরণার্থী ক্যাম্পে বৃহস্পতিবার তিনি রোহিঙ্গাদের সঙ্গে দেখা করতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।
এর আগে ইয়াংহি লি গত মঙ্গলবার সকালে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে কক্সবাজারে যান। তিনদিনের কক্সবাজার সফরে তিনি প্রথমদিন উখিয়ার বালুখালী ক্যাম্পে ৪০ জন রোহিঙ্গার সঙ্গে কথা বলেন। বিকেলে তিনি বৈঠক করেন কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেনের সঙ্গে। পরদিন তিনি টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।
এদিকে ৯ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত মিয়ানমারের রাখাইন রাজ্যের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াংহি লি।
মন্তব্য চালু নেই