রোহিঙ্গাদের ৭ নৌকা ফেরত পাঠালো বিজিবি
কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় রোহিঙ্গাবোঝাই সাত নৌকাকে ফেরত পাঠিয়েছে বিজিবি।
সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত নাফ নদীর ৪টি পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল তারা।
টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী জানান, মঙ্গলবার ভোরে নাফ নদীর পার হয়ে সীমান্তের ৪টি পয়েন্ট দিয়ে রোহিঙ্গাবোঝাই ৭টি নৌকা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছিল। এ সময় সীমান্তের টহলরত বিজিবির সদস্যরা অনুপ্রবেশকারিদের বাধা দেয় এবং মিয়ানমারে ফেরত পাঠায়।
তিনি আরো জানান, মিয়ানমার চলমান পরিস্থিতির পর থেকে ৩ শতাধিক রোহিঙ্গাবোঝাই নৌকাকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে প্রতিহত করা হয়েছে। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির সর্তকর্তা রয়েছে বলে দাবি করেন বিজিবির এই কর্মকর্তা।
এদিকে প্রতিদিন রোহিঙ্গাবোঝাই নৌকা ফেরত দিলেও রাতে আধারে আইনশৃঙ্খলাবাহিনীকে ফাঁকি দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা।
মন্তব্য চালু নেই