রোহিঙ্গাদের আরও ১২টি নৌকা ফেরত পাঠাল বিজিবি

মিয়ানমার থেকে নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গা বোঝাই আরও ১২টি নৌকা ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার রাত ৯টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত কক্সবাজারের টেকনাফ উপজেলার পাঁচটি সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় রোহিঙ্গাদের নৌকাগুলো ফেরত পাঠানো হয়।

এ সময় অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার অভিযোগে তানিয়া আক্তার (২২) নামের এক দালালকে আটক করা হয়েছে।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ বলেন, টেকনাফ উপজেলার নাফ নদীর পাঁচটি পয়েন্ট দিয়ে রোহিঙ্গা বহনকারী ১১টি নৌকার প্রতিটিতে ১৫-১৮ জনের মতো রোহিঙ্গা শিশু, নারী ও পুরুষ ছিল। বিজিবির সদস্যদের বাধার মুখে নৌকাগুলো মিয়ানমারে ফিরে যেতে বাধ্য হয়।

তিনি বলেন, গতকাল দিবাগত রাত ৮টার দিকে উপজেলার হোয়াইক্যং মিনা বাজার এলাকার মুফিজ আলমের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় খাটের নিচ থেকে ছয় রোহিঙ্গাসহ বাড়ির গৃহবধূ তানিয়া আক্তারকে (২২) আটক করা হয়। সকালে রোহিঙ্গাদের মিনা বাজার এলাকার সীমান্ত পয়েন্ট দিয়ে মিয়ানমারে ফেরত পাঠানো হয়। রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার অভিযোগে আটক তানিয়াকে থানায় সোপর্দ করা হয়।



মন্তব্য চালু নেই