‘রোমিও অ্যান্ড জুলিয়েট: দ্য ওয়ার’- উপন্যাস থেকে বড়পর্দায়

আধুনিক গ্রাফিক উপন্যাস ‘রোমিও অ্যান্ড জুলিয়েট: দ্য ওয়ার’ অবলম্বনে হলিউডের নামকরা লায়ন্সগেট স্টুডিও থেকে চলচ্চিত্র নির্মাণ হতে যাচ্ছে। সংবাদমাধ্যম ‘ভ্যারাইটি’ থেকে জানা যায়, আরো দুটি প্রযোজনা সংস্থার সাথে মিলে সিনেমাটি তৈরি করছে লায়ন্সগেট।

অন্য দুটি সংস্থার একটি ‘পাও এন্টারটেইনমেন্ট’এর প্রতিষ্ঠাতা ও মারভেল কমিকের সম্পাদক স্ট্যান লি জানান, ‘লায়ন্সগেটের সাথে কাজ করা আনন্দের ব্যপার, অবশেষে একসাথে এই প্রজেক্টে কাজ করতে যাচ্ছি আমরা’। তিনি আরও বলেন, ‘রোমিও অ্যান্ড জুলিয়েটের কাহিনী আমার সবসময়ের পছন্দের গল্প। এটিকে বাস্তব চরিত্রে রূপদান করার জন্য তর সইছে না’।

খ্যাতিমান লেখক উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত উপন্যাস ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’এর কাহিনী অবলম্বনে ‘দ্য ওয়ার’এর জন্ম। উপন্যাসটি ২০১২ সালে নিউইয়র্ক টাইমসের ‘বেস্টসেলার’ খেতাব পায়। নতুন উপন্যাসের কাহিনীতে বলা হয়েছে, দুটি অতিমানবের সেনাদল যারা একসময় একসাথে কাজ করতো এবং পরে একে অন্যের শত্রুতে পরিণত হয়। এই দুই দলের পরিবারের ছেলে মেয়েদের গোপন প্রেম, বিয়ে, বিচ্ছেদ ও আত্মহত্যার কাহিনী নিয়েই নির্মাণ হচ্ছে সিনেমাটি।



মন্তব্য চালু নেই