রোববারের এইচএসসি পরীক্ষা পিছিয়েছে
দেশের উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়ের তাণ্ডবের পর দেশের সবকটি শিক্ষাবোর্ডের রোববারের এইচএসসি ও সমমান পরীক্ষা পিছিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
শনিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। তবে সংবাদ বিজ্ঞপ্তিতে পরীক্ষা পেছানোর জন্য ঘূর্ণঝড়ের কথা উল্লেখ করা হয়নি।
সেখানে বলা হয়েছে, অনিবার্য কারণবশত পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে।
নতুন সূচি অনুযায়ী, ২২ মে, রোববারের এইচএসসি/ডিআইবিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ মে শুক্রবার। সকালের পরীক্ষা শুরু হবে সকাল ৯টায় এবং বিকেলের পরীক্ষা শুরু হবে দুপুর আড়াইটায়।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২২ মে’র পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৪ মে দুপুর ২টায়।
মন্তব্য চালু নেই