রোড দূর্ঘটনায় রানীশংকৈল ডিগ্রী কলেজের ছাত্র নিহত!
সফিকুল ইসলাম শিল্পী, ঠাকুরগাঁও: ঠাকুরগায়ের রাণীশংকৈল উপজেলার শিবদীঘি সেন্ট্রাল ডায়াগনিষ্টক সেন্টারের সামনে ৩১ অক্টোবর সোমবার সকাল ৯.৩০ টায় শিদলী উঝধারী গ্রামের আলাউদ্দীন আলা’র সর্বকনিষ্ঠ ছেলে কাজল(১৮) প্রথম বর্ষ, রাণীশংকৈল ডিগ্রী কলেজ এর ছাত্র ঢাকা মেট্রো-ট-১৮-৮০০০ নম্বরের গাড়ির সাথে সড়ক দূর্ঘটনায় নিহত হয়।
জানা যায় বাই সাইকেলে কাজল কলেজে যাওয়ার পথে দূর্ঘটনায় নিহন হয়। জানাগেছে পীরগঞ্জের আমিন হোসেন আমু ট্রাকের মালিক। প্রত্যক্ষ দর্শী মতে ট্রাকটির হেলপার গাড়ি চালাতে গিয়ে এই ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে। বর্তমানে লাশ এবং ট্রাকটি থানা হেফাজতে আছে। বিষয়টি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করে। অফিসার ইনচার্জ রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মন্তব্য চালু নেই