রোজ গার্ডেন স্কুলে ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন
আব্দুর রহমান, সাতক্ষীরা: ‘সঞ্চয়ের অভ্যাস গড়ে তোল, আর্থিক ভবিষ্যৎ সুগম কর’ এই স্লোগানকে সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে স্কুল ব্যাংকিং কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে আল আরাফাহ ইসলামী ব্যাংক লিঃ সাতক্ষীরা শাখার আয়োজনে কোমলমতি শিক্ষার্থীদের অংশ গ্রহণে সাতক্ষীরা রোজ গার্ডেন স্কুলে এ স্কুল ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করা হয়।
আল আরাফাহ ইসলামী ব্যাংক লিঃ সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক মোঃ ফেরদৌস হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রিন্সিপ্যাল অফিসার হোসনেয়ারা পারভীন, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মোঃ কবির উদ্দিন, স্কুল শিক্ষিকা লাইলা আফরোজ, রেশমা খাতুন, চায়না খাতুন, তানিয়া খাতুন, পারভীন সুলতানা, জুলেখা খাতুন, মাহবুবা ফেরদৌস, শাহিদা খাতুন ও বিউটি প্রমুখ। এসময় শিক্ষার্থীদের সঞ্চয়ী মনোভাব গড়ে তুলতে স্কুল ব্যাংকিং কার্যক্রম এর উপর কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।
পরে শিক্ষার্থীরা স্বতস্ফুর্তভাবে স্কুল ব্যাংকিং এ্যাকাউন্ট খোলে। অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই