রোঁদে পোড়া ত্বক ঠিক করার জাদুকরী উপাদান (ভিডিও)

বর্তমানে তাপমাত্রা এতো বেশি যে দুপুর ১২টা থেকে ৩টার মাঝে রোঁদে চলাচল করে অনেকে হিট স্ট্রোকের শিকার হচ্ছেন। আবার এই রোঁদের কারণে খুব সহজে আমাদের ত্বকের পাতলা আবরণ কালো হয়ে যায়। যার ফলে বেশি কালো দেখা যায়।

সূর্যের আলোতে বেশি সময় বসে থাকলে ত্বকের রং পুড়ে যায়। আবার আগের অবস্থায় ফিরে জাবার জন্য তখন অনেক সৌন্দর্যপণ্য ব্যবহার করলেও কাজে আসে না। তাই রোঁদ থেকে যতটা পারা যায় দূরে থাকার চেষ্টা করুন। তবে বাহিরে যেতেই হয় তাহলে সানস্ক্রিন লাগিয়ে নিবেন এবং অবশ্যই পর্যাপ্ত পরিমাণ পানি পান করবেন।

সূর্যের অতি বেগুনী রশ্মি শুধু আমাদের ত্বকের জন্যই নয় এটি আমাদের শরীরের অভ্যন্তরীণ অঙ্গের জন্যও ক্ষতিকর। তবে সূর্যের পোড়া দাগ দূর করার জন্য চমকপ্রদ এক উপাদান রয়েছে। তা জানতে আপনাকে এই ভিডিও দেখতে হবে।

face

ভিডিও:



মন্তব্য চালু নেই