রেলের নতুন ডিজি আমজাদ হোসেন
রেলওয়ের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে মো. আমজাদ হোসেনকে নিয়োগ দেয়া হয়েছে। এর আগে তিনি রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) ছিলেন।
বুধবার রেলপথ মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। বর্তমান ডিজি মো. তাফাজ্জল হোসেন বৃহস্পতিবার থেকে অবসরকালীন ছুটিতে যাচ্ছেন। বুধবার সন্ধ্যা থেকে এই আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
মো. আমজাদ হোসেন বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি লাভ করার পর রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী হিসেবে চাকরি শুরু করেন।
এরপর তিনি নির্বাহী প্রকৌশলী, বিভাগীয় প্রকৌশলী, রেলওয়ের পশ্চিম অঞ্চলের প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা, উপ-প্রধান পরিকল্পনা কর্মকর্তা, পশ্চিম অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, প্রধান প্রকৌশলী, মহাব্যবস্থাপক ও অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো)সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
তিনি সিরাজগঞ্জ জেলার নিয়ামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে এক মেয়ে ও এক ছেলের বাবা তিনি।
মন্তব্য চালু নেই