রেলের অগ্রিম টিকিট: শেষ দিনেও উপচেপড়া ভিড়

ঈদে রেলওয়ের অগ্রিম টিকিট দেয়ার শেষদিন আজ সোমবার। ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির শেষ দিনেও কমলাপুর স্টেশনে ছিল উপচেপড়া ভিড়। লম্বা লাইন থাকায় টিকিট পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন যাত্রীরা। কেউ আগের দিন বিকাল থেকে, কেউ সন্ধ্যায় আবার কেউ এসেছেন মধ্যরাতে। ভোগান্তির পরেও যারা টিকিট পেয়েছেন তাদের মুখে ছিল হাসির ঝিলিক।

সোমবার সকালেই লাইন স্টেশন ছাড়িয়ে রাস্তায় পৌঁছেছে।

জানা যায়, দেয়া হচ্ছে ৫ জুলাইয়ের অগ্রিম টিকিট। সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। এর আগেই টিকিট প্রত্যাশীদের ভিড়ে কানায় কানায় ভরে গেছে কমলাপুর স্টেশনের কাউন্টার।



মন্তব্য চালু নেই