রেলমন্ত্রীর অবস্থার অবনতি, দোয়া চেয়েছেন স্ত্রী
রেলমন্ত্রী মুজিবুল হকের অবস্থার অবনতি হলে ফের তাকে হাসপাতালের আইসিইউ নেয়া হয়েছে। বৃহস্পতিবার হঠাৎ তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়। রেলমন্ত্রীর ব্যক্তিগত সহকারী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তার লিভারে কয়েকটি ক্ষত ধরা পড়েছে।
এর আগে গত ১৭ জুলাই শুক্রবার তাকে উন্নত চিকিৎসার জন্য বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। এর আগে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে তিনি ভর্তি ছিলেন।
দীর্ঘদিন থেকে আলসারে ভুগছিলেন রেলমন্ত্রী মুজিবুল হক। মন্ত্রীর সাথে সিঙ্গাপুর আছেন তাঁর স্ত্রী হনুফা আক্তার রিতা, ব্যক্তিগত চিকিৎসক রেজাউল করিম ও মন্ত্রীর একান্ত সচিব। হনুফা আক্তার রিতা দেশবাসীর কাছে রেলপথমন্ত্রী মুজিবুল হকের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
৬৮ বছর বয়সী রেলমন্ত্রী মুজিবুল হকের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়। গেল বছর কুমিল্লায় চান্দিনায় বিয়ে করেন তিনি।
মন্তব্য চালু নেই