রেকর্ড গড়ে ৪ হাজারী ক্লাবে কিউই ক্যাপ্টেন

বাংলাদেশের বিপক্ষে দারুণ এক মাইলফলকে পৌঁছলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। সৌম্য সরকারের বলে টানা দুই বলে বাউন্ডারিতে কেন উইলিয়ামসন ছুঁলেন ওয়ানডেতে চার হাজার রানের মাইলফলক।

ইনিংস খুব বড় করতে না পারলেও (৩১ রান) দেশের হয়ে নাম লেখালেন রেকর্ডের পাতায়।
৪ হাজার স্পর্শ করতে নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে কম ইনিংস খেলেছেন উইলিয়ামসন। এর আগে মার্টিন গাপটিল ১১২ ইনিংস খেলে করেছিলেন ৪০০০ রান। আজ হ্যাগলি ওভালে নিজের ৯৬ তম ইনিংসেই এই মাইলফলকে পৌঁছান উইলিয়ামসন। দেশের রেকর্ড গড়ার পাশাপাশি বিশ্ব রেকর্ডেও খুব পিছিয়ে নেই উইলিয়ামসন। তার চেয়ে কম ইনিংস খেলে এই মাইলফলক ছুঁয়েছেন মাত্র ৩ জন।

৮১ ইনিংসে ৪ হাজার ছুঁয়ে বিশ্ব রেকর্ডটি হাশিম আমলার। ভিভ রিচাডর্সের লেগেছিল ৮৮ ইনিংস, বিরাট কোহলির ৯৩ ইনিংস। ৯৬ ইনিংস নিয়ে উইলিয়ামসন বসেছেন গর্ডন গ্রিনিজের পাশে।

মাইলফলক ছোঁয়ার ইনিংসটি অবশ্য খুব বড় করতে পারেনি উইলিয়ামসন। শুরুটা দারুণ করলেও কিউই অধিনায়ক ৩১ রানে ফিরেছেন তাসকিন আহমেদের বাড়তি বাউন্সে। এর আগে দেশের হয়ে সবচেয়ে কম ইনিংসে (৭৩) ৩ হাজার রানের মাইলফলকে পৌঁছার রেকর্ডও উইলিয়ামসনের।



মন্তব্য চালু নেই