রুবেল ফিরলেন ৪ ওভারে ৪৮ রান দিয়ে

হারতে হারতে ক্লান্ত সিলেট সুপার স্টার্স। বিপিএলে ঢাকা পর্বের বাজে স্মৃতি নিয়ে এখন চট্টগ্রামে মুশফিক শিবির। দ্বিতীয় পর্বের শুরুর আগে সিলেট শিবির বেশ উজ্জীবিত ছিল। সেটা পেসার রুবেল হোসেনের প্রত্যাবর্তনের খবর নিয়ে। সোমবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিরুদ্ধে মাঠে নেমেছে সিলেট। বল হাতে ফিরেছেন রুবেলও। তবে সেই ফেরা বেশ বিবর্ণ, ধোয়াশে।

টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সিলেট অধিনায়ক মুশফিকুর রহীম। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে মাশরাফির কুমিল্লা। যাকে নিয়ে বড় আশা ছিল সিলেটের, বল হাতে সেই রুবেল প্রথম ম্যাচেই ফ্লপ। ইনজুরি কাটিয়ে মাঠে ফিরে হয়তো ছন্দটা ধরতে পারছেন না।

৪ ওভার বল করেছেন, পাননি কোন উইকেট। তার চেয়ে বড় কথা রান দিয়ে দিয়েছে ৪৮। ওভার প্রতি রান ১২। সিলেটের সবচেয়ে কার্যকরী বোলার রবি বোপারা। চার ওভারে তিনি রান দিয়েছেন মাত্র ১৮। প্রতিপক্ষের চারটি উইকেটও আবার পেয়েছেন তিনি।

গত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে বল হাতে চমক দেখিয়েছিলেন রুবেল হোসেন। তবে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে ইনজুরিতে পড়েন তিনি। তারপর থেকেই মাঠে বাইরে তিনি। চোট কাটিয়ে প্রথমবারের মতো বিপিএলে সিলেটের হয়ে সোমবার মাঠে নামেন তিনি। তবে শুরুটা ভালো হলো না তার।



মন্তব্য চালু নেই