সাতক্ষীরার দেবহাটায়
“রুপসী ম্যানেগ্রোভ পর্যটন” কেন্দ্রে পর্যটকদের ভিড়, প্রয়োজন অবকাঠামো উন্নয়ন
সাতক্ষীরার দেবহাটার ইছামতি নদীর তীর ঘেষে শীবনগর গ্রামে চিত্ত বিনোদনের লক্ষ্যে গড়ে ওঠা “রুপসী ম্যানগ্রোভ পর্যটন” কেন্দ্রে প্রতিদিনই পর্যটকদের ভিড় লেগে আছে। জেলা শহর এমনকি জেলার বাইরে থেকেও বিভিন্ন এলাকা থেকে মানুষেরা একটু বিনোদনের জন্য ছুটে আসছেন নয়নাভিরাম শান্তিপ্রিয় এই বিনোদন কেন্দ্রে। কিন্তু উক্ত পর্যটন কেন্দ্রটির অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় পর্যটকদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। জানা গেছে, ২০০৯ সালের ৩ মার্চ দেবহাটা উপজেলা পরিষদের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদেও তৎকালীন চেয়ারম্যান এড. গোলাম মোস্তফার তত্ত্বাবধানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনদের সহযোগীতায় উপজেলার শীবনগরে গড়ে তোলা হয় “রুপসী দেবহাটা ম্যানেগ্রোভ পর্যটন” কেন্দ্র নামে একটি বিনোদন কেন্দ্র। সম্পূর্ন সুন্দরবনের আদলে এবং তার উদ্ভিদ বৈচিত্র্যের সাথে সঙ্গতি রেখে উক্ত বিনোদন কেন্দ্রের কার্য্যক্রম শুরু করা হয়। এর কিছুদিন পরে অর্থ্যাৎ ২০ মার্চ তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী ডাঃ আ.ফ.ম রুহুল হক উক্ত বিনোদন কেন্দ্রে আসেন এবং বৃক্ষ রোপন করেন। ইছামতির কোলে সম্পূর্ন প্রাকৃতিক এক নান্দনিক পরিবেশে গড়ে ওঠা উক্ত পর্যটন কেন্দ্রে ইতিমধ্যে রোপক করা হয়েছে কেওড়া, ওড়া, সুন্দরী, গোলপাতা, হিতালী, গরান, নারিকলে, শাহি বাবলা সহ নানা প্রজাতির বনজ বৃক্ষ। সেই গাছগুলো বর্তমানে বড় আকৃতি ধারন করে এই এলাকাটিকে করে তুলেছে প্রকৃতির এক অপরুপ নান্দনিক পরিবেশের। আনুমানিক ১৫০ বিঘা (৫০ একর) জায়গা নিয়ে গঠিত উক্ত পর্যটন কেন্দ্রে ইতিমধ্যে খনন করা হয়েছে ২১ বিঘা (৭ একর) জায়গার একটি দীঘি। উক্ত দীঘিতে ছেড়ে দেয়া হয়েছে নানারকম মাছ। তৈরী করা হয়েছে একটি রেষ্ট হাউজ ও দীঘির সিড়ি। শুক্রবার ঐ পর্যটন কেন্দ্রে গিয়ে দেখা যায় বিভিন্ন এলাকা হতে আসা বিনোদন পিপাসু মানুষদের। তারা জানান, এখানে প্রয়োজন একটি ভাল রেষ্ট হাউস, বসার জন্য কিছু বেঞ্চ, লেকে ঘোরার জন্য কিছু প্যাডেল বোট, গাড়ি রাখার নির্দিষ্ট জায়গা আর সবচেয়ে বড় প্রয়োজন এখানে আসার জন্য একটি ভাল রাস্তা। দর্শনার্থীরা জানান, ইছামতি নদীর তির ঘেষে গড়ে উঠা এমন একটি বিনোদনের জায়গা খুবই সুন্দর এবং আকর্ষনীয়। তারা বলেন, যদি সরকারী বা বেসরকারী ব্যবস্থাপনায় উক্ত পর্যটন কেন্দ্রটির অবকাঠামো উন্নয়ন করা গেলে মানুষের চিত্ত বিনোদনের জন্য জায়গাটি অতি জনপ্রিয় হয়ে উঠবে।
মন্তব্য চালু নেই