রুনির দুঃখ প্রকাশ

ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট হেমের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের সর্বশেষ ম্যাচে লাল কার্ড দেখেছেন অধিনায়ক ওয়েইন রুনি। সেই ম্যাচে ২-১ ব্যবধানে জয় পেলেও রুনির বিদায়ের পর অনেকটাই হিমশিম খেতে হয়েছে রেড ডেভিলদের। ফলে রুনির অর্থহীন সেই ফাউলের সমালোচনায় মেতেছে ম্যানইউভক্তরাও।
সমালোচনার বিপক্ষে কথা না বলে ওয়েইন রুনি বরং দুঃখ প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন রেফারির সিদ্ধান্ত সঠিক ছিল। তিনি বলেন, ‘ওয়েস্ট হামের খেলোয়াড় স্টিউয়ার্ট যখন বল নিয়ে চলে যাচ্ছিল তখন আমার পা বাড়ানো ঠিক হয়নি। সেকারণেই লাল কার্ড দিয়েছে রেফারি।’
তার অনুপস্থিতিতে দলকে জেতাতে রীতিমত ঘাম ঝড়াতে হয়েছে তার সতীর্থদের। সতীর্থদের বিপদে ফেলার তিনি দুঃখ প্রকাশ করে বলেছেন, ‘আমি ভুল করেছি। আর এটা সবাই জানে। তাদের কাছে আমি ব্যাক্তিগত ভাবে দুঃখ প্রকাশ করে মার্জনা চেয়েছি।
তিনি আরও বলেন, ‘এগারো জনের বিপক্ষে দশ জন নিয়ে খেলাটা সবসময়ই কঠিন। আর শেষ পর্যন্ত সতীর্থরা জয় নিয়ে ফিরেছে তাতে আমি কৃতজ্ঞ।’



মন্তব্য চালু নেই