রিশার খুনিকে গ্রেফতারে অভিযান চলছে : পুলিশ
রাজধানীর কাকরাইলে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী সুরাইয়া আক্তার রিশার (১৫) হত্যাকারীকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।
সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের একথা জানান উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান।
এর আগে গত ২৪ আগস্ট বুধবার উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের পাশে রিশাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। রোববার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
মাসুদুর রহমান বলেন, এঘটনায় রমনা থানায় একটি মামলা হয়েছে। আসামী ওবায়দুলের বাড়িতে তল্লাশিও চালানো হয়েছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশ ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালাচ্ছে।
তিনি আরো বলেন, চাঞ্চল্যকর বিধায় পুলিশ ও ডিবি পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ ঘটনার তদন্ত করছে। তদন্তে জানা গেছে, বখাটে ওবায়েদুল প্রায়ই রিশার স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতো। ওইদিনও সে স্কুলের সামনে দাঁড়িয়ে ছিল। রিশার সঙ্গে কথা বলার এক পর্যায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ওবায়েদুল।
মন্তব্য চালু নেই