রিচির ‘যখন কখনো’

অভিনয়শিল্পী পরিচয়ের বাইরে রিচি সোলায়মানের আরেকটি পরিচয় আছে। তবে সে পরিচয়টা বরাবরই আড়াল করে রাখতে পছন্দ করেন তিনি। প্রোযোজক হিসেবেও রয়েছে রিচির একটি আলাদা পরিচয়। তার প্রোযোজনা প্রতিষ্ঠানের নাম নীলাঞ্জনা। দীর্ঘদিন নীলাঞ্জনার ব্যানারে কোনো কাজ না হলেও ২৩ মার্চ থেকে ‘যখন কখনো’ নামে একটি দীর্ঘ ধারাবাহিকের শুটিং শুরু হচ্ছে। সোহান খানের রচনায় এটি নির্মাণ করবেন রহমত উল্লাহ তুহিন।

এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন, ফেরদৌসী মজুমদার, আবুল হায়াত, দিলারা জামান, আফরোজা বানু, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, রওনক হাসান, মম, প্রভা, প্রসূন আজাদ, নিশা, ইশানা প্রমুখ।

নির্মাতা জানান, প্রাথমিক অবস্থায় ২৬ পর্বের শুটিং করা হবে, এটি একটি ফ্যামিলি ড্রামা। কোন চ্যানেলে প্রচার হবে তা এখনো চূড়ান্ত হয়নি।



মন্তব্য চালু নেই