রাস্তায় হঠাৎ রহস্যজনক সুড়ঙ্গ : এক মাস ধরে খোঁড়া হয়েছিল, কিন্তু কেন?
কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজের উল্টো দিকে রেড রোডের ধারে রহস্যজনক সুরঙ্গের সন্ধান পাওয়া গেছে। প্রায় ২০ ফুট লম্বা সুড়ঙ্গ নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
সেনাবাহিনী ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কারা কী উদ্দেশ্যে এই সুড়ঙ্গ তৈরি করল, তা খতিয়ে দেখা হচ্ছে।
অবশ্য ২০১৩ সালের নভেম্বর মাসেও একই এলাকায় একই ধরনের সুড়ঙ্গ পাওয়া গিয়েছিল।
সুড়ঙ্গটি পরীক্ষা করে সেই সময় ফরেন্সিক বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, সেটি অন্তত এক মাস ধরে খোঁড়া হয়েছিল। কারণ, মাসখানেক আগে খোঁড়া মাটিও ওই নমুনার মধ্যে রয়েছে।
ময়দান এলাকায় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দপ্তরের সামনে এক মাসেরও বেশি সময় ধরে সুড়ঙ্গ খোঁড়ার ঘটনা পুলিশ ও সেনার নজর এড়িয়ে যাওয়ায় শহেরর নিরাপত্তা নিয়ে সেসময় প্রশ্ন উঠেছিল। সেবার ছয় সন্দেহভাজনকে গ্রেপ্তারও করে ময়দান থানা পুলিশ। তদন্তকারীদের দাবি, আন্ডারগ্রাউন্ড কেবল চুরি করে নেশার টাকা জোগাড় করতেই সুড়ঙ্গ খোঁড়া হয়েছিল।
এখন ফের একই জায়গায় আরেকটি সুড়ঙ্গের সন্ধান পাওয়ায় তাদের যুক্তি প্রশ্নবিদ্ধ হলো। শহরের সুরক্ষা ব্যবস্থায় গাফিলতির কারণেই এমনটি হচ্ছে কি না তা নিয়ে প্রশ্ন তুলছেন নগরবাসী।
মন্তব্য চালু নেই