রাস্তায় বুনো হাতি থামিয়ে দিল ট্রাক

ঝাড়খণ্ড থেকে কলকাতাগামী সবজিবাহী ছোট লরিটির চালক সত্যেন্দ্র সিংহ ভেবেছিলেন বুঝি যানজটে আটকে পড়েছেন। ততক্ষণে লরির জানালা গলিয়ে সত্যেন্দ্রর গালে আদর করতে শুরু করেছে একটি শুঁড়! জানালার বাইরে হাতি দেখে রীতিমতো ঘামতে শুরু করেন সত্যেন্দ্র ও খালাসি জীবন রাম। ঘটনাচক্রে, চালকের কেবিনে এক ব্যাগ সবজি ছিল। সেটি দিয়ে রেহাই পান ওই লরির চালক ও খালাসি।

হাতির এই দস্যিপনায় খবর পেয়ে ছুটে আসেন মানিকপাড়ার ফরেস্ট রেঞ্জ অফিসার বিজনকুমার নাথ। ততক্ষণে গোটা পনেরো লরি থেকে তোলা আদায় সেরে ফেলেছিল হাতিটি। হাতির এমন কাণ্ডকারখানা মোবাইল বন্দি করতে থাকেন পথ চলতি উৎসাহীরা।



মন্তব্য চালু নেই