রাস্তায় নামলো এবার চালকবিহীন বাস!

রাস্তায় নামলো এবার চালকবিহীন বাস! নেদারল্যান্ডসে আমস্টারডামের একটি রাস্তায় নেমেছে চালকবিহীন বিশাল এক বাস!

পরীক্ষামূলকভাবে বাসটি রাস্তায় নামানো হয়। সে কারণে ভেতরে যাত্রী সংখ্যা ছিল মাত্র ৬ জন। বাসটি যাত্রীদের নিয়ে ২০০ মিটার পর্যন্ত সফলভাবে এগিয়ে যায়। বাসগুলো খুব শিগগিরই ডাচের কৃষিনির্ভর শহর ওয়াজেনিনগেনে দাপড়িয়ে বেড়াবে।

ঘণ্টায় ৫ মাইল বেগে চলতে পারবে বাসগুলো। অবশ্য গতির দৌড়ে কোনো রেকর্ড করতে পারছে না। চালকবিহীন এত বড় একটি বাস এর আগে বিশ্বের কোনো রাস্তায় নামেনি।

চালকবিহীন বাস তৈরির প্রজেক্টের টেকনিক্যাল ডিরেক্টর জেন উইলেম উইয়েল জানান, এটা একটা মাইলস্টোন।

এরই মধ্যে অজ্ঞাতনামা বাসটির কয়েকটি পরীক্ষা হয়ে গেছে। টেসলা মডেল এস সেডান-এর পথ ধরেই এসব যান তৈরি করা হচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। চালক ছাড়াই এসব গাড়ি তার গন্তব্যে ছুটবে। প্রয়োজনমতো লেন বদলাবে।

পাবলিক ট্রান্সপোর্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠান ক্যাটেনবার্চ অব কোনেক্ট জানায়, গোটা বিশ্বে চালকবিহনীন গাড়ি প্রস্তুতের তোড়জোড় শুরু হয়েছে। এই প্রথম একটি বিশাল পাবলিক ট্রান্ডপোর্ট সরাসরি রাস্তায় নামানো হলো।

আগামী এপ্রিলে নেদারল্যান্ডস রটারডাম পোর্টে চালকবিহীন সেমি-ট্রাক চালু করবে। ২০১৯ সালের মধ্যে ইউরোপের সর্ববৃহৎ পোর্টটিতে স্বয়ংক্রিয় কার্গো ট্রেন বিভিন্ন স্থানে মালামাল পরিবহন করবে।



মন্তব্য চালু নেই