রাস্তায় ‘থুতু’ ফেললেই ৬ মাসের জেল!

ভারতের উত্তরপ্রদেশে রাস্তার কোথাও থুতু ফেললেই ৬ মাসের জেল। নইলে ৫ হাজার রুপি জরিমানা। পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে স্যানিটাইজেশন ইন্সপেক্টরসহ একাধিক ব্যক্তিকে এই কাজে নিয়োগ দেওয়া হয়েছে বলে বেঙ্গালি ওয়ান ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানা গেছে । অর্থাৎ মনের সুখে থুতু ফেলাটাও এখন আর নিরাপদ না! উত্তরপ্রদেশে বিজেপি সরকার আসার পর থেকেই একের পর এক নিয়ম নীতি হয়ে চলেছে। ইতিমধ্যেই যোগী আদিত্যনাথের নির্দেশে পান, পান মশলা, গুটখা, চিবানো যায় এমন তামাকজাত দ্রব্যের উপর নিষেধাজ্ঞা আরোপ করা।

সেখানে এবার পরিস্কার পরিচ্ছন্নতা নিয়ে চলছে বেশ কিছু নিয়ম নীতি। বিজেপি শাসিত উত্তরাখণ্ডে সরকারি দফতরে বা রাস্তাঘাটে কেউ যদি থুতু ফেলেন, তাহলে তার ৫ হাজার টাকা জরিমানা বা ৬ মাসের জেল হতে পারে।



মন্তব্য চালু নেই