রাষ্ট্রপতির সাথে ইসির বিদায়ী সাক্ষাৎ ৭ ফেব্রুয়ারি
রাষ্ট্রপতি মো.আব্দুল হামিদদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিদায়ী কাজী রকিবের নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, ‘প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বে রাষ্ট্রপতির সাথে আগামী ৭ ফেব্রুয়ারি বিকেল সাড়ে তিনটায় সৌজন্য সাক্ষাৎ করবেন বিদায়ী নির্বাচন কমিশন।’
তিনি আরো বলেন, ‘এই নির্বাচন কমিশন বিদায় নিয়ে চলে যাবে তাই এটি একটি সৌজন্য সাক্ষাৎ। এছাড়া আর কিছু না।’
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পর রাষ্ট্রপতি পরবর্তী নির্বাচন কমিশন গঠনের জন্য ৬ সদস্যের সার্চ কমিটি গঠন করেছেন। এই সার্চ কমিটি পরবর্তী নির্বাচন কমিশনের জন্য রাষ্ট্রপতির কাছে নাম প্রস্তাব করবে। রাষ্ট্রপতি সেখান থেকে পরবর্তী ইসি গঠন করবেন।
মন্তব্য চালু নেই