রামপুরায় দুই শিশুর মৃত্যু : মা-বাবা-খালা আটক

রাজধানীর রামপুরায় দুই ভাইবোনের মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাদের মা-বাবা ও খালাকে আটক করেছে র‌্যাব।

আটককৃতরা হলেন শিশু দুটির বাবা আমান উল্লাহ, মা মাহফুজা মালেক ও খালা আফরোজা মালেক মিলা।

বুধবার বেলা ১১টায় তাদের জামালপুর থেকে আটক করে ঢাকায় আনা হচ্ছে। ঢাকার র‌্যাব-৩-এর এএসপি মোস্তাকের নেতৃত্বে র‌্যাব সদস্যরা তাদের আটক করেন। এর আগে সকাল ১০টা থেকে এক ঘণ্টা তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। মঙ্গলবার দিবাগত রাতে জামাল র‌্যাব-১৪-এর ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার এএসপি জসিম উদ্দিন তাদের ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন।

ঢাকার র‌্যাব-৩-এর কমান্ডিং অফিসার সরোয়ার আলম বলেন, ‘আমাদের একটি টিম জামালপুর গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে। আরো জিজ্ঞাসাবাদের জন্য তাদের ঢাকার র‌্যাব-৩-এ আনা হচ্ছে।’

দুই সন্তান নুসরাত আমান (১২) ও আলভী আমানের (৬) মরদেহ মর্গে রেখে বাবা-মা গ্রামের বাড়িতে চলে যাওয়ায় এবং মামলা না করায় এ ঘটনা নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে।



মন্তব্য চালু নেই