রামপুরায় ঠিকাদারকে গুলি করে হত্যা
রাজধানীর পূর্ব রামপুরায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন ঠিকাদার বাসাই ফকির (২৬)। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত ১১টার দিকে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান তিনি। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পূর্ব রামপুরা মোল্লাবাড়িবাজার দূরবীন ক্যাবলের অফিসের সামনে স্যানেটারি ঠিকাদার বাসাই ফকিরকে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। পরে তাকে ঢামেকে ভর্তি করা হয়।
রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) সোমেন বড়ুয়া জানান, ঠিকাদারকে গুলি ও অস্ত্র দিয়ে আঘাত করে পালানোর সময় নূরা নামে একজনকে স্থানীয়দের সহায়তায় আটক করে পুলিশ। আটক ব্যক্তি স্থানীয় সন্ত্রাসী।
এ সময় তার কাছ থেকে বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।
গুলিবিদ্ধের চাচা আবদুল জলিল বলেন, তিনি (বাসাই ফকির) স্যানেটারি ঠিকারদার। কে বা কারা তাকে গুলি করেছে ও পিটিয়েছে।
মন্তব্য চালু নেই