রামপাল ইস্যু: কাল সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

বাগেরহাটের রামপালে নির্মিতব্য কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন আগামীকাল শনিবার।

শনিবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সুন্দরবনের কাছে নির্মিতব্য রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে শুরু থেকে বিতর্ক আছে। পরিবেশবাদীরা বলে আসছেন, এ বিদ্যুৎকেন্দ্রের ফলে ধ্বংস হবে সুন্দরবন। অন্যদিকে সরকারের তরফ থেকে বারবার আশ্বাস দেওয়া হচ্ছে, এ বিদ্যুৎকেন্দ্রে যে প্রযুক্তি ব্যবহার করা হবে তাতে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না।

গেল বুধবার এক সংবাদ সম্মেলনে রামপাল প্রকল্পকে দেশবিরোধী বলে আখ্যা দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, রামপাল বিদ্যুৎকেন্দ্র দেশবিরোধী প্রকল্প। জনবিরোধী এ সিদ্ধান্ত প্রতিহত করার এখনই সময়। এই প্রকল্পে অর্থনীতি ও পরিবেশের মারাত্মক ক্ষতি হবে।

এছাড়া শুরু থেকেই এ প্রকল্পের বিরোধিতা করে আসছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। প্রকল্পের বিরোধিতা করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব অনেকে।



মন্তব্য চালু নেই