রাবি শিক্ষিকার অশ্লীল ছবি নেটে ছড়ানোর হুমকি, গ্রেপ্তার ১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকার অশ্লীল ছবি ইন্টারনেটে দেয়ার হুমকি দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আমজাদ হোসেন রাসেল (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার দুপুরে জিজ্ঞাসাবাদ শেষে র‌্যাব তাকে মতিহার থানা পুলিশে হস্তান্তর করে। রোববার বিকেলে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর কোচিং সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বেলা ১১টার দিকে রাজশাহী র‌্যাবের উপ-অধিনায়ক মেজর শফিকুল ইসলাম শফিক বলেন, ‘গ্রেপ্তারকৃত রাসেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারির ছেলে ও বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত ছাত্র। তিনি বিনোদপুর বাজারের একটি কম্পিউটারের দোকানে কাজ করেন।’

তিনি বলেন, ‘রাসেল বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় ওই শিক্ষিকার স্বামী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের অধীনেও কাজ করেছেন। এক সময় তাদের সম্পর্কের অবনতি হলে রাসেলকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়।’

তিনি বলেন, ‘সম্প্রতি রাসেল একটি ই-ইমেল আইডি খুলে সেখানে ওই শিক্ষিকার অশ্লীল ছবি আপলোড করেন। এর মোবাইলে ম্যাসেজে ওই ইমেইলের আইডি ও পাসওয়ার্ড পাঠিয়ে মেইল দেখতে বলে এবং ছবিগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ ঘটনায় ওই শিক্ষিকা মতিহার থানায় একটি অভিযোগ দায়ের করেন।

শিক্ষিকার অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব রাজশাহীর সদস্যরা বিনোদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।



মন্তব্য চালু নেই