রাবি শিক্ষার্থীদের মারধরের ঘটনায় বিক্ষোভ, সড়ক অবরোধ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণিত বিভাগের তিন শিক্ষার্থীর ওপর অটোরিকশা চালকদের হামলার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে বিভাগের শিক্ষার্থীরা। শনিবার বেলা ১১টায় প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে তারা।

অটোরিকশা চালকদের হামলায় আহত শিক্ষার্থীরা হলেন ইয়াকুব আলী, লিটন ও চঞ্চল। তারা গণিত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।

নগরীর তালাইমারিতে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ভাড়া নিয়ে দ্বন্দ্বের এক পর্যায়ে তাদের মারধর করে কয়েকজন অটোচালক। রড দিয়ে আঘাত করায় ওই তিন শিক্ষার্থী গুরুতর আহত হন। পরে রাতেই তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার প্রতিবাদে শনিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ করেন বিভাগের অন্তত দুই শতাধিক শিক্ষার্থী। বিক্ষোভের সময় শিক্ষার্র্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে অভিযোগ দেন। এরপর বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। আধাঘন্টাব্যাপী রাস্তা অবরোধের পর পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে কর্মসূচি বন্ধ করেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান বলেন, ভাড়া নিয়ে কথা কাটাকাটির ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর অটোচালকদের হামলা মেনে নেওয়া যায়না। শিক্ষার্থীরা বিষয়টি মৌখিক ভাবে জানানোর পর পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মুন্না নামের এক অটোচালককে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য চালকদেরও আটকের চেষ্টা চলছে।



মন্তব্য চালু নেই