রাবি ছাত্রলীগের নেতৃত্বে ফের বিতর্কিতরা

গোলাম কিবরিয়াকে সভাপতি ও ফয়সাল আহমেদ রুনুকে সাধারণ সম্পাদক করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। তবে বরাবরের মতো এবারও স্থানীয় ও বিতর্কিতরা শীর্ষ পদে নেতৃত্বে আসায় সাধারণ শিক্ষার্থীদের মাঝে শঙ্কা বিরাজ করছে।

শিক্ষার্থীদের আশঙ্কা, ছাত্রলীগে স্থানীয়রা নেতৃত্বে আসলে ক্যাম্পাসে বহিরাগতদের প্রভাব বেড়ে যায়। ফলে স্থানীয় বখাটেরা ক্যাম্পাসে ছিনতাই, চাঁদাবাজি, ইভটিজিংসহ নানা অপকর্মে লিপ্ত হয়। ফলে দেশের বিভিন্ন স্থান থেকে বিশ্ববিদ্যালয়ে পড়তে করতে আসা শিক্ষার্থীরা অনিরাপত্তায় ভোগে।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, গত কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও নতুন কমিটির সভাপতি গোলাম কিবরিয়া ক্যাম্পাস পার্শ্ববর্তী বুধপাড়া এলাকার বাসিন্দা। রাবির ভাষা বিভাগ থেকে মাস্টার্স পরীক্ষা দিয়েছেন তিনি। ২০১৪ সালের ১৯ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যায়ে বেড়াতে আসা এক শিক্ষার্থীকে অপহরণ করে মুক্তিপণ চাওয়ার ঘটনায় দায়ের করা মামলার এক নম্বর আসামি গোলাম কিবরিয়াকে গ্রেফতার করেছিল পুলিশ। একই ঘটনায় গেলাম কিবরিয়াকে রাবি ছাত্রলীগের তৎকালীন সভাপতি মিজানুর রহমান রানা এবং সাধারণ সম্পাদক তৌহিদ আল হোসন তুহিন সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কারের সুপারিশ করে। অবশ্য পরে ওই মামলা থেকে গোলাম কিবরিয়া খালাস পেয়েছেন বলে জানা গেছে।

একই বছরের ১১ ডিসেম্বর পূর্ব শত্রুতার জের ধরে সংগঠনের তৎকালীন সহ-সম্পাদক জাকারিয়া জামান জ্যাককে ছুরিকাঘাত করার অভিযোগ ওঠে গোলাম কিবরিয়ার বিরুদ্ধে।

অন্যদিকে, রাজশাহীর নওহাঁটার বাসিন্দা নতুন কমিটির সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে পড়াশোনা শেষ করতে ব্যর্থ হয়ে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সান্ধ্যকালীন কোর্সে অধ্যায়ন করছেন।

তবে এই ছাত্রলীগ নেতা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে অনার্স পাশ করতে পারেননি। তিনি আমেরিকান ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে অনার্স পাশ সার্টিফিকেট নিয়ে রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ভর্তি হয়েছেন বলে জানান বিভাগের সভাপতি প্রদীপ কুমার পাণ্ডে।

এছাড়াও তিনি শিবির নেতা রাসেলের পা কাটা মামলার দুই নম্বর আসামি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের বর্ধিত ফি ও সান্ধ্যকালীন কোর্স বাতিলের দাবির আন্দোলনে গুলি ছোড়েন বলে অভিযোগ রয়েছে রুনুর বিরুদ্ধে।

এ বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, আমরা সকল প্রার্থীদের মধ্য থেকে এদেরকে নির্বাচন করেছি। তারা অবশ্যই যোগ্য। আর সবারই কম-বেশি ভুলত্রুটি থাকবেই। নতুন এই কমিটি সুন্দরভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দায়িত্ব পালন করতে পরবে বলে মনে করি। সেভাবেই কমিটি দেয়া হয়েছে।

এর আগে গত ৮ ডিসেম্বর সাবাস বাংলাদেশ মাঠে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ২৫তম সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে প্রায় ৭০ জন পদপত্যাশীর সাক্ষাৎকার নেয়া হয়। রোববার ১৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।



মন্তব্য চালু নেই