রাবির আইবিএ’র বিবিএ প্রথম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত

ইয়াজিম ইসলাম পলাশ, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট’র (আইবিএ) প্রথম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় আইবিএ’র নতুন ভবন প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাবি উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. শাহ নওয়াজ আলী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে আইবিএ’র সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি বলেন, ‘আজকের বিশ্বে ব্যবসায় শিক্ষা অন্যতম শিক্ষা ব্যবস্থা। আজ ছাত্র শিক্ষক যারা ব্যবসায়ী শিক্ষায় জড়িত তাদের দেশের শিল্পক্ষেত্রে কাজ করতে হবে। এ অঞ্চলের শিক্ষা বিস্তারে ব্যবসার উন্নয়নে তোমাদের ভূমিকা রাখতে হবে।’

নবীনদের উদ্দেশে উপাচার্য বলেন, ‘তোমাদের আসার মধ্যে দিয়ে এই বিভাগ পূর্ণতা পেলো। হাজার হাজার শিক্ষাথী পরীক্ষায় অংশগ্রহণ করলেও তোমরা মেধাবীরাই শুধুমাত্র এখানে উচ্চশিক্ষা নেওয়ার সুযোগ পেয়েছ। বিভাগের নতুন ও চমৎকার ভবনে তোমরা উচ্চ শিক্ষা জীবন শুরু করেছ। সুতরাং তোমরা দায়িত্বটাও অনেক বেশি এবং তোমরা বিশ্ববিদ্যালয়র সুযোগ কাজে লাগিয়ে জীবনকে উন্নত করবে।’ অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।



মন্তব্য চালু নেই